ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে ল্যাপটপ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১
ঈদে ল্যাপটপ

ঈদকে আরও উপভোগ্য করতে অ্যাসার নিয়ে এল বিশেষ অফার। এতে অ্যাসার, ইমেশিনস এবং গেটওয়ে ব্র্যান্ডের যে কোনো ল্যপটপ এবং নেটবুক ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আগোরা সুপারশপের ৫০০ টাকা মূল্যের গিফট ভাউচার।

সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাসারের সঙ্গে ঈদ আনন্দে নতুন মাত্রা আনতে অ্যাসার এনেছে নতুন সব পণ্য সম্ভার। অ্যাসারের সর্বাধিক ক্রেতা সমাদৃত অ্যাস্পায়ার সিরিজে যোগ হয়েছে নতুন মাত্রা।

এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল ২.৪ গিগাহার্টজ কোরআই৫ এবং ইন্টেল ২.২ গিগাহার্টজ কোরআই৩ সিরিজের প্রসেসর ও আকর্ষণীয় কনফিগারেশনের এ নোটবুকে এসেছে আকর্ষণীয় আদল আর নজরকাড়া রঙ। এরই মধ্যে এ অফার উপলক্ষে দেশের সব অ্যাসার বিপণন কেন্দ্রগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। অনুসন্ধানে: ইটিএল। হ্যালো : ০১৯১৯ ২২২ ২২২।

বাংলাদেশ সময় ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।