ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পহেলা বৈশাখে গুগলের বিশেষ ডুডল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
পহেলা বৈশাখে গুগলের বিশেষ ডুডল পহেলা বৈশাখে গুগলের বিশেষ ডুডল

ঢাকা: সাধারণত বিশেষ বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুবার্ষিকীতের ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল করে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বিশেষ ডুডল উপহার দিয়েছে গুগল।

ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার চিত্র।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি।

 

ডুডলটিতে দেখা যাচ্ছে, পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম ঐতিহ্য ও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে জায়গা করে নেওয়া মঙ্গল শোভাযাত্রার চিত্র তুলে ধরা হয়। ডুডলে শোভা পাচ্ছে, দুইপাশে বর্ণিল পাখি, বাঘ ও মানুষের প্রতিকৃতিসহ শোভাযাত্রা। মাঝে লাল-কমলা-হলুদ-নীল-সবুজসহ বিভিন্ন রঙে সাজানো বড় একটি হাতির ছবি। হাতির পায়ের নিচে নীল রঙে ইংরেজিতে লেখা হয়েছে গুগল।  যা দেখতে চাকা লাগানো খেলনা হাতির মতো।  

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা এপ্রিল ১৪, ২০১৮

এমএসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।