ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রথমদিনেই ১০ লাখ জিমেইল কল!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
প্রথমদিনেই ১০ লাখ জিমেইল কল!

জিমেইলে ভয়েস কল সেবা উন্মুক্ত করে বিশ্বজুড়ে হট্টগোল ফেলে দিয়েছে গুগল। এ সেবা চালুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখেরও বেশি কল করা হয়েছে বলে গুগল দাবি করেছে।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও কানাডার জিমেইল ব্যবহারকারীরা বিনামূল্যেই এ সেবা উপভোগ করতে পারছেন। আর অন্য সব দেশে নামমাত্র মূল্যে কলার সুবিধা পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে গুগলের জিমেইলে থেকে সরাসরি ভয়েস কল সেবা উপভোগ করা শুরু হয়ে গেছে। ভয়েস কল সেবা প্রদানে জিমেইলের বামদিকের চ্যাট অপশনের নিচে এরই মধ্যে ‘কল ফোন’ অপশন জুড়ে দেওয়া হয়েছে। কল ফোন অপশনে কিক করলেই একটি নম্বর প্যাড দৃশ্যমান হয়। প্যাডে কাক্সিত নম্বর লিখে ডায়াল করলে কল চলে যায় নির্দিষ্ট ব্যক্তির কাছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।