ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেদে শিক্ষার্থীদের জন্য চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
বেদে শিক্ষার্থীদের জন্য চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করছেন সংসদ সদস্য। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বেদে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ সেবা চালু করেছে উত্তরণ ফাউন্ডেশন।

রোববার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হলদিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামে শিশু থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘উত্তরণ কম্পিউটার সেন্টার’ নামে এ প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এর উদ্বোধন করেন।

শেষে উত্তর খড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জায়েদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা প্রমুখ।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে এখানে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত ‘উত্তরণ শিক্ষালয়’ প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রম শুরু করে। পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জন্য আধুনিক তথ্য প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হবে উত্তরণ কম্পিউটার সেন্টারে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।