ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘রাইটনাও’ কিনল ওরাকল

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
‘রাইটনাও’ কিনল ওরাকল

ওরাকল আবারও আলোচনায় ফিরে এল। রাইটনাও সফটওয়্যার প্রতিষ্ঠান কিনে নিয়েছে ওরাকল।

দেড়শ কোটি ডলারের বিনিময়ে ওরাকল এ প্রতিষ্ঠানটি কিনেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বহুদিন ধরে ব্যবসায় ফিরে আসতে অনেক ধরনের প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছিল ওরাকল। এবারে এ প্রতিষ্ঠান এ দীর্ঘ প্রচেষ্টার ফসল ঘরে তুলল।

প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় ক্লাউডভিত্তিক সফটওয়্যার তৈরিতে বেশ পারদর্শী হয়ে উঠেছিল রাইটনাও। এ কারণেই ক্লাউডভিত্তিক নতুন সেবা দিতেই ওরাকল দেড়শ কোটি ডলার ব্যয় করল।

সবশেষ শেয়ারমূল্যের বিবেচনায় ওরাকল রাইটনাও কেনার প্রস্তাব করে। এতে দুপক্ষই সম্মত হলে ওরাকল প্রাতিষ্ঠানিকভাবে রাইটনাও কেনার কাজ শুরু করে। এখন তাই নতুন সেবা সূচনার অপেক্ষায় আছে ওরাকল।

বাংলাদেশ সময় ২২১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।