ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তমাল কান্তি নন্দী বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
তমাল কান্তি নন্দী বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন তমাল কান্তি নন্দী। এর আগে তিনি বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) পদের দায়িত্বে ছিলেন।

তমাল কান্তি নন্দী ১১ নভেম্বর ১৯৫৯ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ননী গোপাল নন্দী এবং মা জোৎস্না রানী নন্দী।

 

১৯৮২ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনকারী নন্দী ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি ৭ম বিসিএসের মাধ্যমে (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তৎকালীন বিটিটিবি/বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক, প্রধান কর্মাধ্যক্ষ এবং সদস্য পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন  করেছেন।

তিনি চাকরিরত অবস্থায় বিটিসিএলের পক্ষে চীন, ভারত, কানাডা, হংকংসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত নন্দী এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।