ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক বধে মাঠে নামছে ডায়াসপোরা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
ফেসবুক বধে মাঠে নামছে ডায়াসপোরা

সামাজিক সাইট ফেসবুকের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওপেন সোর্সভিত্তিক আরেক সাইট ডায়সপোরা। আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে নতুন এ সামাজিক সাইট।

যুক্তরাষ্ট্রের চারজন শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগে ডায়াপোরার আবির্ভাব হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

ডায়াসপোরার চারজন নির্মাতার তিনজনই হচ্ছেন কমপিউটার বিজ্ঞানী। শুধু একজন হচ্ছেন গণিতবিদ। সাইট নির্মাণে এরই মধ্যে তারা দুই লাখ ডলারের আর্থিক তহবিল গঠন করেছে। যেখানে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও অর্থ দান করেছে বলে সূত্রে জানা গেছে।

ডায়াসপোরার আগমনী বার্তা এ বছরের প্রথমভাগেই জানানো হয়। ব্যক্তি তথ্যের কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় অঙ্গীকারে এ সাইট বিশ্বজুড়ে আলোচিত হয়। এ সাইট সামাজিক নেটওয়ার্কের নিরাপত্তা ছাড়াও ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিশ্চিত করবে বলে কারিগরি সূত্রে জানা যায়।

বিপরীতে ফেসবুকের নিরাপত্তা নিয়েও তারা গঠনমূলক সমালোচনা করেছে। ফেসবুকের প্রতিদ্বন্দ্বীতায় ডায়াসপোরা কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কারণ এ মুহূর্তে বিশ্বে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। আর তাদের সম্পদের আর্থিক মূল্য তিন হাজার ৩০০ কোটি ডলার। অন্যদিকে ডায়াসপোরা একেবারেই নতুন সাইট। আর তাদের সম্পদের আর্থিক মূল্য মাত্র দুই লাখ ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।