ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টেল ঈদ অফার

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১
ইন্টেল ঈদ অফার

ঈদ আয়োজনে নতুন অফার দিয়েছে ইন্টেল। এ অফারে ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর প্রসেসরযুক্ত ডেস্কটপ কিংবা ল্যাপটপ কমপিউটার কিনলেই পাওয়া যাবে আকর্ষণীয় সব ঈদ উপহার।

ইন্টেল সূত্র এ তথ্য জানিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অফারে দেশজুড়ে যে কোনো বিপণনকারীর কাছ থেকে ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আই৩, আই৫ এবং আই৭ প্রসেসরযুক্ত ডেস্কটপ পিসি বা ল্যাপটপ ক্রয়ে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে।

এ পুরস্কারের তালিকায় প্রতিদিনই থাকছে ব্রান্ডের ক্যারিব্যাগ। আর প্রতি সপ্তাহে থাকছে ১৪.১ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা জেতার সুযোগ। এ ছাড়া গ্র্যান্ড প্রাইজ হিসেবে আছে একটি ৩৭ ইঞ্চি হাই ডেফিনেশন এলসিডি টিভি।

এ অফারে পণ্য কিনতে নির্ধারিত মডেলের ইন্টেল কোরপ্রসেসরের কমপিউটার কিনতে হবে। এরপর অনলাইনে (www.intel.com/apac/eid) এ ঠিকানায় নিবন্ধন করলেই পুরস্কার জিতে নেওয়ার পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে। এ অফার আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য।

বাংলাদেশ সময় ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।