ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোরফটোনিক্সের সঙ্গে অপোর স্ট্র্যাটেজিক লাইসেন্স চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ২৭, ২০১৮
কোরফটোনিক্সের সঙ্গে অপোর স্ট্র্যাটেজিক লাইসেন্স চুক্তি কোরফটোনিক্সের সঙ্গে অপোর স্ট্র্যাটেজিক লাইসেন্স চুক্তি, ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের চতুর্থ শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো, ডুয়্যাল ক্যামেরা প্রযুক্তির শীর্ষ লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান কোরফটোনিক্সের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক লাইসেন্সিং চুক্তি সই করেছে।

এ চুক্তির অধীনে অপোর স্মার্টফোন ক্যামেরার রোডম্যাপ-সাপোর্টিং হাই অপটিক্যাল জুম ফ্যাক্টরসমূহ, যথাযথ ডেপথ ম্যাপিং, আল্ট্রা-ফাস্ট ডিজিটাল বোকেহ এবং অন্যান্য অত্যাধুনিক ফিচার, যেমন অপটিক্স, মেকানিক্স, কম্পিউটেশনাল ফটোগ্রাফি, ডিপ লার্নিংসহ আরও অনেক ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের লক্ষ্যে অপো কোরফটোনিক্সের সঙ্গে কাজ করবে।

অপোর হার্ডওয়্যার ডিরেক্টর ড. কিং বলেন, ‘অপোর মূল ফোকাস হলো মোবাইল ফটোগ্রাফি এবং আমরা কোরফটোনিক্সের মতো শীর্ষ সাপ্লায়ারদের সঙ্গে কাজ করতে সবসময়ই আগ্রহী ছিলাম।

তিনি আরও বলেন, ‘কোরফটোনিক্সের পেরিস্কোপ-স্টাইল কনস্ট্রাকশন, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ইমেজ ফিউশন টেকনোলজি এবং এজ মোবাইল ফটোগ্রাফিসহ ওয়াইড অ্যাঙ্গেল ও টেলিফটো লেন্স সমৃদ্ধ ডুয়্যাল ক্যামেরাগুলো প্রায় ডিজিটাল ক্যামেরার মতোই কাজ করে। ’

কোরফটোনিক্সের সিইও প্রফেসর ডেভিড মেন্ডলোভিক বলেন, ‘স্মার্টফোন ইমেজিংয়ের ক্ষেত্রে নতুন উদ্ভাবনে অপোর রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। অপোর আগামী প্রজন্মের ক্যামেরা প্রযুক্তি নিয়ে অপো টিমের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় আমরা গর্বিত। ভবিষ্যত মোবাইল ফটোগ্রাফিতে আমাদের ক্যামেরার ডিজাইন ও ইমেজিং অ্যালগরিদমের যে সুফল রয়েছে তার মূল হিসেবে কাজ করবে এ স্ট্র্যাটেজিক চুক্তি। ’

কোরফটোনিক্সের সঙ্গে অপোর গ্লোবাল অ্যাসোসিয়েশন প্রসঙ্গে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো সেলফি ফটোগ্রাফিকেই সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে। কোরফটোনিক্সের সঙ্গে অপোর এ বন্ধুত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও উন্নত প্রযুক্তি এবং সেবা দিতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ’ 

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।