ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সনি কিনছে মোবাইল এরিকসন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১
সনি কিনছে মোবাইল এরিকসন

অনেকদিন পর আবারও আলোচনায় এসেছে সনি। কেননা জাপানি এ পণ্যনির্মাতার আর্থিক অনুদানে চলা এরিকসনের অর্ধেক স্বত্বই কিনে নিচ্ছে সনি।

দেড়শ কোটি ডলারের বিনিময়ে সনি এ চুক্তি সম্পাদন করছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে স্মার্টফোন ব্যবসায় আগ্রহী হয়ে উঠেছে সনি। আর এ ইচ্ছাপূরণে সনির আর্থিক সহায়তা পুষ্ট সনি এরিকসনকেই নিজেদের প্রয়োজনে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সনি।

এ চুক্তি সম্পাদনের ফলে এরিকসনের অর্ধেক মালিকানা এবং মোবাইল ফোন নির্মাণ স্বত্ব পুরোপুরি বিলুপ্ত হবে।

এ অংশ কাজ করবে সনির স্মার্টফোন তৈরিতে। এ দু প্রতিষ্ঠানের যৌথউদ্যোগে আগামী ২০১২ সালেই স্মার্টফোনে নতুন কিছু চমকে দিতে কাজ করবে সনি।

অর্থাৎ ২০১২ সালে শুধু ‘সনি’ ব্র্যান্ডে এরিকসনের কারিগরি এবং গবেষণা সহায়তায় নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোনের বাণিজ্যিক প্রচার শুরু করবে। এ নবধারার স্মার্টফোন সংস্কৃতিতে ফিরতে গুগল অ্যানড্রইড অপারেটিং সিস্টেমকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সনি।

সনির চেয়ারম্যান হাওয়ার্ড স্ট্রিংগার এ প্রসঙ্গে জানান, ভবিষ্যতের সনির স্মার্টফোন ব্র্যান্ড হবে সনি এবং এরিকসনের একটি যৌথ উদ্ভাবনী পণ্য। এ ছাড়া কনটেন্ট হবে সনি স্মার্টফোনের সবচেয়ে বড় কৌশলমাধ্যম।

বাংলাদেশ সময় ২২১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।