ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে উবার পাচ্ছেন না ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৮
গুগল ম্যাপে উবার পাচ্ছেন না ব্যবহারকারীরা উবার। ছবি সংগৃহীত

ঢাকা: এবার আর গুগল ম্যাপ থেকে সরাসরি রাইড শেয়ারিং অ্যাপ উবার থেকে গাড়ি ভাড়া করার সুযোগ পাচ্ছেন না অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।

সম্প্রতি এ সিদ্ধান্ত গুগল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, এতদিন অ্যাপ চালু না করেই গুগল ম্যাপের মাধ্যমে উবার ভাড়া করা যেত।

সম্প্রতি কিছু কারণে গুগল কর্তৃপক্ষ তাদের ম্যাপ থেকে এই সুবিধা সরিয়ে ফেলেছে। তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গুগলের আনুষ্ঠানিক বক্তব্যে জানানো হয়েছে, গুগল ম্যাপের মাধ্যমে জানা যাবে কোন যানবাহন দিয়ে নির্দিষ্ট স্থানে যেতে কতটুকু সময় লাগবে। এখন থেকে গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি উবার ভাড়া করা যাবে না।

কিন্তু ম্যাপের মাধ্যমে গন্তব্যস্থলের রাস্তা খুঁজে বের করা যাবে এবং অ্যাপ চালু করে উবার ভাড়া করা যাবে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

এর আগে গত বছরের আগস্টে আইওএস থেকে এই সুবিধা উঠিয়ে দেয় গুগল।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।