ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেকেন্ডে ২০,০০০ লাইন তৈরি করবে আলিবাবার এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সেকেন্ডে ২০,০০০ লাইন তৈরি করবে আলিবাবার এআই প্রতীকী ছবি

চীনা বহুজাতিক প্রতিষ্ঠান ‘আলিবাবা’ এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) তৈরি করেছে যা কপিরাইটারের কাজকে করে দেবে বহুগুণ সহজ। বলা হচ্ছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে লেখকদের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যেতে পারে!

প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা বলছে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেকেন্ডে ২০ হাজার লাইন প্রস্তুত করতে পারবে।  

চীনা ভাষার নতুন এ প্রযুক্তিটির কাজের পরিধিও ব্যাপক।

এটি একইসঙ্গে প্রচারণামূলক, দাপ্তরিক, কাব্যিক বা আবেগঘন বিষয়বস্তু নিয়েও লেখা তৈরি করতে পারবে। আর এসব কিছু সম্ভব হবে কেবল একটি ক্লিকেই।  

বলা হচ্ছে, ভবিষ্যতে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি সম্পূর্ণ গল্পও লিখে ফেলতে পারবে। আর এ প্রযুক্তিটির লিখিত কপি থেকে সবচেয়ে ভালো লাইনটি নির্বাচন করতে পারবে মানুষ।  

এর আগে আলিবাবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চীনের স্বাস্থ্যসেবা প্রক্রিয়া নিয়ে কাজ করে। ওই প্রযুক্তিটি  শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার পার্থক্য ও ব্যয়ের ব্যবধান কমিয়ে আনার জন্য কাজ করে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।