ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার গুগলের ৫শ’ কোটি ডলার জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এবার গুগলের ৫শ’ কোটি ডলার জরিমানা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহার করায় শাস্তি গুনতে হচ্ছে গুগল

জালিয়াতির দায়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে এবার ৫০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যেটা ৪২ হাজার ২৫৮ কোটিরও বেশি। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহারের দায়ে গুগলকে এই জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) ব্রাসেলসে ইইউ সদরদফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করা হয়। তিন বছর তদন্তের পর ঘোষিত এই জরিমানা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবচেয়ে বড় অংকের ।

এর আগে কম্প্যারিজন শপিং সার্ভিসে কারসাজির মাধ্যমে নিজেদের ‘পছন্দমতো’ পণ্য সার্চ রেজাল্টের ওপরের দিকে অনৈতিকভাবে প্রদর্শনের দায়ে গত বছরের জুনে গুগলকে ২৭০ কোটি ডলার বা ২১ হাজার ৭৭০ কোটি টাকা জরিমানা করা হয়।

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল সফটওয়ার। এটি সারাবিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোনে ইনস্টল হয়েছে বলে দাবি করা হয়।

ইইউ’র তরফ থেকে বলা হয়, গুগল তার এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের অপব্যবহার করেছে। অ্যানড্রয়েডের মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শনের জায়গা ব্লক করে দিয়েছে, যেটা অনৈতিক।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।