ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে ‘সাবস্ক্রাইব’ ফিচার

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১
ফেসবুকে ‘সাবস্ক্রাইব’ ফিচার

ক্রমেই আরও জনপ্রিয় হতে সেবামূলক কৌশল অবমুক্ত করছে ফেসবুক। এ ধারাবাহিকতায় এবারের সংযোজন ‘সাবস্ক্রাইব’ ফিচার।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় তাৎক্ষণিক উন্মুক্ত মতামত প্রকাশেই এ সেবামাধ্যম চালু করছে ফেসবুক।

এতে মতামত দিতে ফেসবুকে নিবন্ধিত থাকতে হবে। আর মতামত দিতে শুধু একটি ক্লিকই যথেষ্ট। সঙ্গে জুড়ে দিতে হবে ঘটনার প্রেক্ষিতে নিজের মতামত।

সামাজিক যোগাযোগমাধ্যমে মতামতের গণমাধ্যমে প্রকাশ করতেই এ ফিচার কাজ করবে বলে ফেসবুক সূত্র জানিয়েছে।

এটি হবে প্ল্যাগইন ধরনের একটি ফিচার। এ ফিচার ফেসবুক ভোক্তার নিউজ ফিড অংশে সুরক্ষিত থাকবে।

এতে সামাজিক নেটওয়ার্ক ফেসবুকেও সংবাদভিত্তিক মতামত সক্রিয় হবে। জনমতের পূর্ণ জরিপও বিশ্লেষণ করা সম্ভব হবে এর মাধ্যমে। এ ছাড়াও দ্রুত বিশ্ব রাজনৈতিক সিদ্ধান্তে জনজরিপ কোন পথে এর সঠিক অবস্থানও নিশ্চিত করা সম্ভব।

জনপ্রিয়তার নতুন মাত্রা এবং সংবাদ সেবাকে সবার জন্য উন্মুক্ত করতেই এ উদ্যোগ নিয়েছে ফেসবুক। অচিরেই এ সেবার জনপ্রিয়তা সম্পর্কে তথ্য প্রকাশ করবে ফেসবুক।

বাংলাদেশ সময় ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।