ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২ ঘণ্টা ব্যাকআপ দেবে লেনোভো ল্যাপটপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
১২ ঘণ্টা ব্যাকআপ দেবে লেনোভো ল্যাপটপ লেনেভো স্টলে ক্রেতারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: দিনদিনই বাড়ছে লেনোভোর ল্যাপটপরে প্রতি ক্রেতার আগ্রহ। এবার স্বনামধন্য ব্র্যান্ডটির ল্যাপটপ কিনলেই মিলছে আকর্ষণীয় ছাড়ের সঙ্গে উপহারের ছড়াছড়ি। আর সার্ভিসের বেলায় লেনোভো দিচ্ছে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাপআপ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী আয়োজিত ল্যাপটপ মেলার শেষদিন শনিবার (৪ আগস্ট) মিলছে এ অফার।

লেনোভোর বিক্রয়কর্মী মোস্তাইন বিল্লাহ বাংলানিউজকে জানান, যে কোনো ল্যাপটপ কিনলেই ছাড়া দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া সঙ্গে রয়েছে ছয়টি উপহার এবং স্ক্র্যাচকার্ড।

লেনোভো মোট ত্রিশটি মডেলের ল্যাপটপ এনেছে মেলায়। এগুলোর মধ্যে ক্রেতা আগ্রহের শীর্ষে রয়েছে আইডিয়াপ্যাড ৩২০এস। এই মডলেরে ল্যাপটপটি সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাপআপ দেয়।

ইন্টেল ফাইভআই অষ্টম জেনারেশনের এ ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম, এক ট্যারাবাইট হার্ডডিস্ক, ১৫ দশমিক ৬ ইঞ্চি স্ক্রিন।

সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপটি ১৮০ ডিগ্রি কোণেও চালানো যায়। এর দাম ধরা হয়েছে ৬৩ হাজার ৫শ টাকা।

অন্য মডেলগুলোর দাম ধরা হয়েছে ২৭ হাজার ৫শ টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা।

দুই থেকে পাঁচ হাজার ছাড়াও মিলছে ওয়্যারলেস মাউস, সাধারণ মাউস, মাউস প্যাড, মগ, চাবির রিং, কলম ও স্ক্র্যাচ কার্ড।

মোস্তাইন বলেন, আমাদের ল্যাপটপ কিনলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

এক্সপোমেকার আয়োজিত মেলার পর্দা নামবে শনিবার (৪ আগস্ট) রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।