ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইকিকে তথ্য দিয়েছে টুইট!

সাব্বিন হাসান, আইসিটি এডিটার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১
উইকিকে তথ্য দিয়েছে টুইট!

উইকিলিকসের পর এবার আইনি বেড়াজালে পড়েছে টুইটার। যুক্তরাষ্ট্রের কিছু শীর্ষ কর্মকর্তা টুইটারে অ্যাকাউন্ট ব্যবহার করে উইকিলিকসে তথ্য সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আদালত টুইটারকে অভিযুক্ত তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিয়াম ওগ্রাডি জানান, বিষয়টি এখন তদন্তের অপেক্ষায়। তবে প্রায় নিশ্চিত হয়েই এ অ্যাকাউন্টগুলোর ব্যক্তি মালিকদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে আদালত।

অভিযুক্ত তিন টুইটার অ্যাকউন্টের অধিকারী হচ্ছেন আইসল্যান্ড পার্লামেন্টের সদস্য বিরগিতা, যুক্তরাষ্ট্রের কমপিউটার গবেষক জ্যাকব এবং উইকিলিকসের ডাচ স্বেচ্ছাসেবক রপ।

এসব অভিযুক্ত অ্যাকাউন্টের তথ্য দেওয়ার বিষয়ে টুইটার কোনো সুনিদিষ্টি অবস্থার নেয়নি। তবে রাজনৈতিক তদন্তের স্বার্থে টুইটার সব সময়ই প্রশাসনকে সহযোগিতা করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময় ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।