অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটিতে অ্যাপলের ম্যাকবুক, আইপ্যাড এবং আইফোনগুলো প্রথম যুক্তরাজ্যের জন্য এভাবে সহজলভ্য হবে। এরপর ইউরোপের দেশগুলোতে আমাজন থেকে সরাসরি অ্যাপলের পণ্য কেনা শুরু হবে।
আমাজনের প্রাইম মেম্বারশিপে সংযুক্ত হয়ে গ্রাহকরা অ্যাপলের পণ্য সহজেই এ সাইটে অর্ডার করতে পারবেন। আর সেটা পরের দিনই গ্রাহকের কাছে ডেলিভারি হয়ে যাবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে।
যদিও বিখ্যাত এ বাণিজ্য প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের ব্যবসায়ীদের মাধ্যমে অ্যাপলের পণ্য আরও আগেই বিক্রি শুরু করেছিল। কিন্তু এভাবে পণ্যগুলো বিক্রি করতে গিয়ে মূল্য, রিটার্ন নীতি, গ্রাহক সেবাসহ নানা কারণে জটিলতার মধ্যে পড়তে হয়। তাই সরাসরি নিজের প্লাটফর্মে এসব পণ্য আনার সিদ্ধান্ত নিয়েছে আমাজন।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
টিএ