ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমেছে স্মার্টফোনের বিক্রি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১
কমেছে স্মার্টফোনের বিক্রি!

তৃতীয় প্রান্তিকে এসে বিশ্বব্যাপী মোবাইল এবং স্মার্টফোনের কার্তি কমেছে। গত প্রান্তিকের তুলনায় এবারের প্রবৃদ্ধি তিনভাগ কমে এসেছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অথচ মোবাইল ফোনের চাহিদা বাড়লেও কমেছে বিক্রি। মূল ধারার মোবাইল ফোন বিক্রি কমে যাওয়ায় এমনটি হয়েছে বাজারগবেষণা সূত্রগুলো জানিয়েছে।

এ বছরের গত প্রান্তিকে স্মার্টফোনের চাহিদা ছিল ৭৪ ভাগ। আর এ প্রান্তিকে তা কমে এসে দাঁড়িয়েছে ৪২ ভাগে। এ পরিসংখ্যানে গত কয়েক বছর ধরে মোবাইল ফোনের বাজার শতভাগ বৃদ্ধি পেয়েছে।

এ মুহূর্তে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় মোবাইল ফোনের চাহিদা সবচেয়ে কমেছে। এ প্রান্তিকে বিশ্বব্যাপী ৪৪ কোটি ৫ লাখ মোবাইল ফোন বিক্রি হয়েছে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার সূত্র জানিয়েছে, গত প্রান্তিকে বিশ্বব্যাপী মোবাইল এবং স্মার্টফোনের বিক্রির প্রবৃদ্ধি ছিল ১৬.৫ ভাগ। কিন্তু এ প্রান্তিকে এসে তা গত প্রান্তিকের চেয়ে তিনভাগ নিচে নেমে এসেছে।

এ মুহূর্তে পশ্চিমা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্মার্টফোনের কদর সবচেয়ে বেশি। তবে শেষ প্রান্তিকে এসে এ পড়ে যাওয়া প্রবৃদ্ধির হার প্রত্যাশিত মাত্রায় পৌঁছবে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকেরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।