ঢাকা: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপে। তবে এটি বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৯ নভেম্বর) স্কাইপে’র মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন বলেন, বিটিআরসি থেকে স্কাইপে বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে স্কাইপে ব্যবহারে সমস্যা দেখা দিয়ে থাকতে পারে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে বিটিআরসি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।