ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের ‘মিডিয়াপ্যাড’ ট্যাবলেট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
হুয়াওয়ের ‘মিডিয়াপ্যাড’ ট্যাবলেট

হুয়াওয়ে এবার নিয়ে এল ‘মিডিয়াপ্যাড’ ট্যাবলেট পিসি। ভারতের টেলিবাজারে এ পণ্য অবমুক্ত করা হল।

এ ছাড়াও সনিক এবং আডিওস নামে দুটি থ্রিজি সেটও অবমুক্ত করেছে হুয়াওয়ে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ তিনটি পণ্য এখন ভারতের টেলিবাজারে পাওয়া যাবে। আরও অনেকগুলো পণ্য উন্মোচনের অপেক্ষায় আছে বলে জানিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের পণ্য ব্যবস্থাপনা পরিচালক আনন্দ জানান, এ বছরের শেষভাগেই ১০টি পণ্য উন্মোচনের অপেক্ষায় আছে। এ ছাড়াও আগামী বছরের মধ্যে হুয়াওয়ের পণ্য পোর্টফোলিওতে আরও ২০ থেকে ৩০টি পণ্য বাজারে ছাড়া হবে।

ভারতের টেলিবাজারকে বেশ গুরুত্ব দিচ্ছে হুয়াওয়ে। এ মুহূর্তে ভারতে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির বড়মাপের বাজার তৈরি হয়েছে। আর এ বাজারে নিজেকে শক্ত অবস্থানে দেখতে চাইছে হুয়াওয়ে।

দক্ষিণ এশিয়াসহ বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে ৫০টি দেশে ১০ হাজার ব্র্যান্ড আউটলেট স্থাপনের উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের ৭ ইঞ্চির সর্বাধুনিক ট্যাবলেট পিসি ‘মিডিয়াপ্যাড’ পরিচালনায় আছে অ্যানড্রইড ৩.২ অপারেটিং সিস্টেম। এটি হানিকম্ব সিরিজের পণ্য।

মিডিয়াপ্যাডের বৈশিষ্ট্য হচ্ছে ১.২ গিগাহার্টজ গতির কুয়ালকম সিরিজের ডুয়াল কোরপ্রসেসর, ফ্রন্টসাইড ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। এ মুহূর্তে ভারতের বাজারে এ ট্যাবলেট পিসির দাম ২৮ হাজার ৩৫৯ রুপি।

পণ্য ব্যবস্থাপনা পরিচালক আনন্দ জানান, এ মুহূর্তে ট্যাবলেট পিসির বাজারে ব্যাপক চাহিদা আছে। আগামী এক মাসের মধ্যে ৫ হাজার ইউনিট মিডিয়াপ্যাড বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ কার হয়েছে। আর আগামী ১২ মাসের মধ্যে বিক্রির এ লক্ষ্যমাত্রা ১ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে বলে হুয়াওয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময় ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।