সংস্থার জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ সোমবার (০৩ ডিসেম্বর) জানিয়েছেন, সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোনো মূল্যবান পুরস্কার জিতেছেন বলে আমাদের সম্মানিত গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিটিসিএলের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করে আরো বলা হয়, সম্মানিত গ্রাহকদের এ ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্কতার সাথে বিষয়টি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমআইএইচ/এমজেএফ