ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-এশিয়া: প্রস্তুতি চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
ই-এশিয়া: প্রস্তুতি চূড়ান্ত

ঢাকা: বাংলাদেশে আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে এশিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

পঞ্চম ই-এশিয়া মেলার আয়োজন করছে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা  কয়েকগুণ বেড়েছে। তিনবছরে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩ কোটি। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০ লাখ। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

তিনি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশের সক্ষমতা বহির্বিশ্বের কাছে জানানো যাবে। এ বিষয়ে এশিয়ার দেশগুলোর সহযোগিতাও পাওয়া যাবে।

মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার বলেন, আউটসোর্সিংয়ে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ আয়োজনের ফলে সেই সম্ভবনার দ্বার উন্মোচিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমুল্য ১০ টাকা। এতে দেশীয় ১০০টি এবং অন্যদেশের ৭টি প্যাভিলিয়ন থাকবে। এ ছাড়া মেলায় তথ্যপ্রযুক্তির ওপর ৩০টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শীর্ষ পাঁচ শতাধিক আইসিটি বিশেষজ্ঞ এবং প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময় ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।