এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউরোপজুড়ে হঠাৎ করেই ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকে লগআউট হয়ে যাচ্ছেন। ফের লগইন হতে চাইলে ‘এরর’ মেসেজ দেওয়া হচ্ছে।
অনেকে অভিযোগ করেছেন, সেই কোডও কাজ করছে না।
বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে ক্রমাগত এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। অনেকে বিভ্রান্ত হয়ে অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়েছে কিনা সে দুঃশ্চিন্তায়ও পড়েছেন।
ব্যবহারকারীরা যেসব জটিলতার মুখে পড়েছেন তার ৪২ শতাংশ বলা হচ্ছে ফেসবুকে লগইন বিষয়ক, ৩৮ শতাংশ বলছেন তারা কোনো কিছুই দেখতে পারছেন না। আর ১৯ শতাংশ ব্যবহারকারী ছবি সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন।
তবে এ বিষয়ে প্রাথমিক ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৯ নভেম্বর বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জেডএস