সম্প্রতি ওই চ্যানেলটি থেকে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। ২০১৬ সালের বানানো মাসতানাম্মার ওই চ্যানেল দেশি এবং ভিন্ন খাবারের রেসিপির ভিডিও’র জন্য খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল।
জনপ্রিয় এ শতবর্ষী ইউটিউবারের চ্যানেলটিতে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি ফলোয়ার জড়ো হয়েছেন। এছাড়া চ্যানেলটিতে আপলোড করা কয়েক শতাধিক ভিডিও রয়েছে। সেগুলোতে রান্নার বিভিন্ন পদ্ধতি বা বাহারি রেসিপি তৈরি দেখানো হয়েছে।
মাসতানাম্মার ডিডিও’র বেশির ভাগেই দেখা গেছে, তিনি প্রত্যন্ত অঞ্চলে মাঠের মধ্যে সাধারণ বা পুরোনো উপায়ে ভিন্নধর্মী খাবার প্রস্তুত করতেন। এছাড়া ভারতীয় খাবার প্রস্তুতের জন্য তিনি আস্তে আস্তে বিখ্যাত হয়ে ওঠেন দেশে-বিদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০১৭ সালে এই নারী জানিয়েছিলেন তার বয়স ১০৬ হয়েছে। সেইসঙ্গে তিনি বলেছিলেন, তার জন্ম ভারতের অন্ধ্র প্রদেশে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
টিএ