পাঠাওয়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যৌথ যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কোম্পানিটির সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি কিভাবে পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রেখে চলেছে।
‘আমি আশা করছি আমাদের এই যৌথ যাত্রার মাধ্যমে সব বাধাকে বোল্ড আউট করে আমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবো। ’
২০১৬ সালে বাংলাদেশে যাত্রা করে পাঠাও। বর্তমানে রাজধানী ঢাকাসহ বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কার্যক্রম আছে কোম্পানিটির। সম্প্রতি নেপালেও কার্যক্রম শুরু করেছে পাঠাও।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচএস/এমএ