ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের নয়টি পেজ বন্ধ করলো ফেসবুক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
বাংলাদেশের নয়টি পেজ বন্ধ করলো ফেসবুক ফেসবুকের লোগো

বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য বাংলাদেশ থেকে খোলা নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ফেসবুক জানিয়েছে, গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করানোর পর বাংলাদেশি নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।  

ফেসবুক জানিয়েছে, বিডিনিউজটোয়েন্টিফোর.কম, বিবিসি বাংলাসহ কয়েকটি নিউজপোর্টালের সঙ্গে হুবহু মিল রেখে এসব ভুয়া পেজ খোলা হয়েছে।

এসব পাতা ও অ্যাকাউন্টের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

ফেসবুক বলছে, এই ধরনের আচরণ ফেসবুকের নীতির সঙ্গে যায় না। আমরা চাই না এই নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে কেউ বিভ্রান্তি ছড়াক। আর এ কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।