ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল শিল্পে জুটি বাঁধছে ফুজিৎসু ও তোশিবা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুন ২১, ২০১০

বিশ্ব বাজারে মোবাইল ফোনের বাজার চাহিদা বাড়ছে অপ্রত্যাশিত হারে। তাই বিশ্বের খ্যাতনামা তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমেই ঝুঁকে পড়ছে মোবাইল শিল্পের দিকে।

সম্প্রতি জাপানের দুটি বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান ফুজিৎসু ও তোশিবা সে তালিকায় নাম নিবন্ধন করেছে। উদ্যোগটি যৌথ। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সূত্র নিশ্চিত করেছে, আসছে অক্টোবর নাগাদ তাদের যুগল কৌশলের মোবাইল উদ্ভাবন সম্ভব হবে। আগামী প্রজন্মের জন্য প্রতিষ্ঠান দুটি তৈরি করতে যাচ্ছে স্মার্টফোন আদলের মোবাইল। ফুজিৎসু ও তোশিবার যৌথ বার্তায় জানা গেছে, আগামী জুলাই মাসের শেষ নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবে। উদ্যোগটি দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা হলেও উন্নয়নে ফুজিৎসুর পাল্লাই বেশি ভারি হবে বলে সূত্রে উল্লেখ করা হয়।

এ মূহুর্তে জাপানে কেডিডিআই, এনটিটি ডকুমো ও সফটব্যাংক মোবাইলের মাধ্যমে তোশিবা মোবাইল বিপণন করছে। অন্যদিকে শুধু এনটিটি ডকুমো বিক্রি করছে ফুজিৎসু মোবাইল। তবে প্রতিষ্ঠান দুটির কারিগরি প্রয়াশ অভিন্ন হলেও মোবাইলের বিশ্ব বাজারে জাপানের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।      

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৫২ ঘণ্টা, জুন ২০, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।