ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল বিনোদন

জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন টিভি

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন টিভি

বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে অনলাইননির্ভর টিভি (আইপিটিভি)। এ মুহূর্তে যুক্তরাজ্যের মোট টিভি দর্শকের প্রায় এক তৃতীয়ংশ দর্শকই অনলাইনে টিভি উপভোগ করছেন।

সাধারণত মোবাইল এবং কমপিউটারেই আইপিটিভির দর্শক বাড়ছে।

রেডিও টাইমস এবং SeeSaw.com এর যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে এ তথ্য বেড়িয়ে আসে। জরিপ সূত্রে জানা যায়, এ মুহূর্তে ব্রিটেনের শতকরা ৩৪ ভাগ টিভি দর্শক ইন্টারনেটে টিভি দেখতে পছন্দ করেন।

অন্যদিকে যুক্তরাজ্যের শতকরা ৫৬ ভাগ শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে তাদের ল্যাপটপ এবং মোবাইলে টিভি দেখে থাকেন। আর শতকরা ৩৯ ভাগ শিক্ষার্থী সাধারণ টিভি দেখেন। অন্যদিকে ৬৫ বছর বয়সী বৃদ্ধদের প্রায় অর্ধেকই অনলাইনে টিভি উপভোগ করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।