ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে আসছেন ইন্টেল ভিপি

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১
বাংলাদেশে আসছেন ইন্টেল ভিপি

এশিয়ার তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘ই-এশিয়া’ উপলক্ষে ঢাকায় আসছেন দেশ ও বিদেশের প্রযুক্তিবিপ্লবের বিখ্যাত রুপকাররা। সূত্র এ তথ্য জানিয়েছে।



এ আসরের শীর্ষ ব্যক্তিদের মধ্যে ইন্টেলের সহসভাপতি এবং ‘ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রাম’ এর প্রধান জন ই. ডেভিস অন্যতম। ১৯৭৭ সালে ইন্টেলে মাননিয়ন্ত্রন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন ডেভিস।

এরপর ১৯৯০ দশকে তিনি ইন্টেল করপোরেশনের এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। জন ই. ডেভিস ২০০৫ সালে ‘ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড প্রোগ্রাম’ চালু করেন। বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তা করাই ইন্টেলের এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য।

ডেভিসের তত্ত্বাবধানেই কলম্বিয়ার কৃষকরা সর্বপ্রথম ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা পায়। ব্রাজিলের আমাজন বনে টেলিচিকিৎসা চালু করা, গুয়েতেমালার শিশুদের জন্য স্বল্পমূল্যের কমপিউটার বিতরণের গুরু হিসেবে তিনি অধিক পরিচিত।

২০০৮ সালে জন ডেভিস সংক্ষিপ্ত সফলে বাংলাদেশে আসেন। বাংলাদেশের গ্রামীণ স্কুলের শিক্ষার্থীদের জন্য ইন্টেলের ‘ক্লাসমেট পিসি’ কার্যক্রম উদ্বোধনের জন্য স্বল্প সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেন জন ডেভিস।

‘বিশ্বপ্রযুক্তি নেতা’ সম্মাননা পাওয়া ডেভিস সে সময় বাংলাদেশের শিক্ষার্থী ও তরুন প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করতে পারেননি। কিন্তু এবারের ই-এশিয়ায় তিনি উপস্থিত থাকবেন।

ই-এশিয়া সম্মেলনের তৃতীয় দিনের একটি বিশেষ অধিবেশনে ‘মিট দ্য টেকনোলজি লিডার’ ডেভিস তার বেড়ে উঠার গল্প, ইন্টেলের জীবন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৃতীয় বিশ্বের উন্নয়নের স্বপ্নের কথা শোনাবেন।

ইন্টেলের সহসভাপতি জন ডেভিসকে বাংলাদেশি তরুণদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন সবার প্রিয় ব্যক্তিত্ব শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। সম্মেলনের তৃতীয় দিন ৩ ডিসেম্বর সকাল ৯.৩০ থেকে ১১টা পর্যন্ত ডেভিস আড্ডা দেবেন বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেইমে’ এ উন্মুক্ত আড্ডার আসর বসবে। বিনাখরচে নিবন্ধন করা বাংলাদেশি শিক্ষার্থী ও তরুনদের জন্য উন্মুক্ত ‘মিট দ্য টেকনোলজি লিডার’ অধিবেশন। এতে সরাসরি অংশ নিতে বিসিএস মেলা এবং ই-এশিয়া সেক্রেটারিয়েট ছাড়াও অনুষ্ঠানের আগে সম্মেলন স্থলে নিবন্ধন করা যাবে।

আগামী ১ থেকে ৩ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আসর ‘ই-এশিয়া’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ই-এশিয়ার পঞ্চম আসর আয়োজন করছে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।