শুক্রবার (০৮ মার্চ) রাজবাড়ীর দৌলতদিয়ায় রেস্ট হাউজ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর করা হলে টেলিমেডিসিনের মাধ্যমে তাদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
পরে দুপুর ১২টায় মন্ত্রী মোস্তফা জব্বার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম. নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনটি