ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বিসিএসআইসিটি ওয়ার্ল্ড ২০১১’

শেষ দিনে জমজমাট মেলা

মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১
শেষ দিনে জমজমাট মেলা

ঢাকা: শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী বিসিএস আইসিটি আইসিটি ওয়ার্ল্ড’র শেষ দিন।

গত ২১ নভেম্বর শুরু হওয়া মেলায় একদিন শুধু বৃহস্পতিবার ভিড় ছিলো না।

তবে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছিলেন, শুক্রবার মেলার শেষ দিনে ব্যাপক দর্শক সমাগম হবে।  

শুক্রবার ছুটির দিন হওয়ায় সত্যি সত্যিই অনেক ক্রেতার ভিড়ে মেলা জমজমাট রূপ ধারণ করে।

শেষ দিনে জনসমাগম বেশি হওয়ায় আয়োজক ও বিক্রেতারাও বেশ খুশি। শেষ মুহূর্তে হাজারো প্রযুক্তিপ্রেমীদের আগমণে জমে ওঠে এই প্রযুক্তি  মেলা। শুক্রবার  রাত ১০টায় মেলা শেষ হবে।

মেলার সর্বাধিক বিক্রীত পণ্যের তালিকায় রয়েছে ল্যাপটপ। এছাড়াও বিক্রি হয়েছে অত্যাধুনিক ডেস্কটপ কম্পিউটার, সাউন্ড সিস্টেম, এলসিডি মনিটর, মডেম, আইপড, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার বিষয়ক বই, সফটওয়্যার ও হেডফোনসহ নানা ধরনের প্রযুক্তি সামগ্রী।

মেলায় বিভিন্ন প্রযুক্তির পণ্যের বর্ণিল পসরায় বিশ্বের ও  দেশের নামকরা ব্রান্ডগুলো তাদের স্টল সাজায়।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ সভাপতি ও বিসিএস আইসিটি ওয়ার্ল্ড’র আহ্বায়ক কাজী আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ‘মেলায় অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই খুশি বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমণ ও প্রত্যাশা অনুযায়ী পণ্য বিক্রির কারণে। এবারের মেলা  থেকে  সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ল্যাপটপ। ’

ল্যাপটপ বেশি বিক্রির কারণ হিসেবে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই মেলায় তরুণদের উপস্থিতি বেশি। আর ল্যাপটপ নিয়ে মেলায় আগত তরুণদের আগ্রহটা সবচেয়ে বেশি। ’

তিনি বলেন, ‘ল্যাপটপ এখন তারুণ্যেও ক্রেজ। সহজে বহনযোগ্যতা, দরকারি সব কাজ করার সুবিধা এবং ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ল্যাপটপ সব শ্রেণীর মানুষকেই আকৃষ্ট করছে। ’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, দিন যতো যাচ্ছে মানুষ ততোই তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর, অনলাইন নির্ভর। তাই ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল শিক্ষা’ সেøাগানকে ধারণ করে বাংলাদেশ কম্পিউটার সমিতি  চতুর্থবারের মতো এ আয়োজন
করেছিলো। ’

মেলা ঘুরে দেখা গেছে, বিক্রির দিক থেকে শীর্ষে আছে বিজয় ল্যাপটপ। বিজয়ের স্টলের সেলস এক্সিকিউটিভ  মেহেরুন নাহার  বাংলানিউজকে বলেন, আমরা আজ শেষ দিনের বিক্রি ও ভিড় সামলাতে ব্যস্ত। ’

কারণ হিসেবে তিনি বলেন, অনেকেই আগে পণ্য দেখে গেছেন, আজ এসে কিনছেন। ১৮ হাজার টাকার এস-৩০ কালো রংয়ের ল্যাপটপ সবচেয়ে বেশি এবং প্রায় ৩০০টি ল্যাপটপ বিক্রি হয়েছে বলেও তিনি জানান।

ফ্লোরা’র স্টলের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আমরা ১৮ হাজার টাকায় নিজস্ব ব্রান্ডের প্রায় অর্ধশত  নেটবুক বিক্রি করেছি। ’

মেলা শেষ হবার আগ মুহূর্ত রাত ১০টা পর্যন্ত তাদের শতাধিক ল্যাপটপ বিক্রি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কম্পিউটার ব্রান্ড ডেল স্টলের সেলস এক্সিকিউটিভ আবু তাহের বাংলানিউজকে বলেন, ‘বিক্রি ভালো। আমাদের মূল উদ্দেশ্য ব্রান্ডের প্রমোশন, সে দিক দিয়েও মেলা সফল। ’

এইচপি ব্রান্ড’র স্টলের সেলস এক্সিকিউটিভ মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, ‘আমরা এ পর্যন্ত শতাধিক ল্যাপটপ বিক্রি করেছি। আমাদের ব্রান্ডের ল্যাপটপ কয়েকটি স্টল থেকে বিক্রি হচ্ছে। শেষ দিনের বিক্রিতে আমরা সন্তুষ্ট। ’

আসুস ব্রান্ডের ল্যাপটপও বেশ ভালো বিক্রি হয়েছে। আসুসের অনুমোদিত ৪টি ডিলারের স্টলে বিক্রি ভালো হয়েছে বলেও তারা জানান।

স্টলের সেলস এক্সিকিউটিভ সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘আসুসের প্রতিটি স্টলে ভালো বিক্রি হয়েছে। মেলায় প্রতিদিনই আমাদের শতাধিক ল্যাপটপ বিক্রি হয়েছে। ’

ইকারাসের স্টলে ডিজিটাল ডিরেক্টরি নামের একটি সফটওয়্যার পাওয়া যাচ্ছে। এক হাজার ২০০ টাকা দামের এই সফটওয়্যারে বাংলাদেশের নানা ধরনের দরকারি তথ্য পাওয়া যাবে। স্টলের এক্সিকিউটিভ সুমন জানান, এটি বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তবে কারও কারও মতে, বিক্রি ভালো হয়নি। স্যামস্যাং স্টলের ম্যানেজার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘শেষ দিনেও আশানুরুপ হয়নি। যদিও গতবারের চেয়ে বিক্রি ভালো। সার্বিকভাবে এবারের  মেলার বিক্রি আশানুরুপ হয়নি। কারণ, এবারের মেলার সময়টা ভালো হয়নি। এখন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা। তাই সবাই ইচ্ছে থাকলেও আসতে পারেন নি। ’

মেলায় প্রতিদিনই ছিলো উৎসবমুখর ইভেন্ট কর্নার। শেষ দিনে সেলিব্রেটি শোতে অংশ নিয়ে গান শুনিয়েছেন কন্ঠশিল্পী শুভ্রদেব।


বাংলাদেশ সময় ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।