ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নর্থসাউথে গেমিং প্রতিযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

ঢাকাস্থ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গেমিং প্রতিযোগিতা। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



২৭ থেকে ২৯ নভেম্বর রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের রিক্রেশন হলে এএমডি-গিগাবাইট সাইবার অ্যাথলেটিকস প্রতিযোগিতা২০১১ অনুষ্ঠিত হবে। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কমপিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিযোগীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের এএমডি ও গিগাবাইটের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হবে। এ প্রতিযোগিতায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।