শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহীর জিয়ানগরে হাইটেক পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারি পরামর্শে প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।
আমাদের যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে দূর থেকেও অগ্নিকাণ্ড সর্ম্পকিত তথ্য পাওয়া সম্ভব। ভবন মালিকরা পরামর্শ নিয়ে সেসব প্রযুক্তি ব্যবহার করলে আগুনের আশঙ্কা কম থাকবে।
পরে মন্ত্রী হাইটেক পার্ক এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি হাইটেক পার্কের কাজ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং দ্রুততার সঙ্গে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশন দেন মন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে জেলা রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও সিটি করপোরেশনের প্যনেল মেয়র-২ রজব আলীসহ হাইটেক পার্কের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএস/এসএইচ