ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টিআরএনবি’র নেতৃত্বে মাসুদ-শিপু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
টিআরএনবি’র নেতৃত্বে মাসুদ-শিপু

ঢাকা: দেশের টেলিযোগাযোগ বিটের সাংবাদিকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর মাজহারুল আনোয়ার শিপু।

শনিবার (৩০ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে সাত সদস্যের নতুন কমিটি নির্বাচন শেষে দায়িত্বভার গ্রহণ করে।

 

নতুন কমিটির নেতারা।  কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ডেইলি সানের শামীম জাহাঙ্গীর, সাংগাঠনিক সম্পাদক আমাদের সময়ের শাহীদ বাপ্পী।

এছাড়া তিন জন সদস্য হলেন, বাংলাট্রিবিউনের হিটলার এ হালিম, জিটিভির মোহাম্মদ শামীম ও ইনকিলাবের ফারুক হোসেন।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম কুমার চক্রবর্তী।

আগের কমিটির সভাপতি ডেইলি স্টারের জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক ইত্তেফাকের সমীর কুমার দে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

টেলিকম বিটের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে টিআরএনবি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।