ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইএসও সনদে জিপিআইটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১
আইএসও সনদে জিপিআইটি

জিপিআইটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানে তথ্য নিরাপত্তার গুরুত্ব বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেছে।

আগামী ২৯ নভেম্বর বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেল রেডিসনে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও, সিআইও এবং সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

জিপি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বীকৃত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এতে আইএসও২০০০০ এবং আইএসও২৭০০১ স্ট্যান্ডার্ড এবং ব্যবসায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।

জিপিআইটি সম্প্রতি আইএসও২০০০০ এবং আইএসও২৭০০১ স্ট্যান্ডার্ড সনদ অর্জন করেছে। এ সেমিনার শেষে ‘ডেট নরস্কি ভেরিটাস’ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জিপিআইটিকে এ দুটি সনদ হস্তান্তর করবে।

বাংলাদেশ সময় ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।