শুধু একবছরেই অর্থাৎ ২০১৮ সালেই খরচ করা হয় বিপুল পরিমাণ এই অর্থ। আর ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গের পেছনে খরচ হয়েছে ২৩ দশমিক ৭ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
বিগত তিনবছর ধরে ফেসবুকের প্রধান নির্বাহী হিসেবে মাসিক এক ডলার বেতন নেন জাকারবার্গ। তবে ‘বিভিন্ন’ ভাতা ও সুবিধা ভোগ করেন তিনি।
এসব সুবিধার মধ্যে অন্যতম হল ‘নিরাপত্তা’ ভাতা। নিজের ও নিজের পরিবারের সদস্যদের জন্য জাকারবার্গকে এসব সুবিধা দেয় ফেসবুক।
২০১৭ সালেও নিরাপত্তাবাবদ জাকারবার্গের পেছনে ফেসবুকের খরচ করা অর্থের পরিমাণ ছিল প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে এসে এই অংক দ্বিগুণেরও বেশি বেড়ে হয়ে যায়।
এছাড়া বিভিন্ন স্থান সফরের জন্য প্রাইভেট প্লেন ও সফরে নিরাপত্তা নিশ্চিতের জন্য খরচ হয় আরও প্রায় ৩ মিলিয়ন ডলার মার্কিন ডলার। এসব নিরাপত্তা খরচের মধ্যে ফেসবুক ও জাকারবার্গের পক্ষে আইনি লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত খরচও রয়েছে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ফেসবুক কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আইনি ঝামেলায় পড়তে হয় ফেসবুক ও জাকারবার্গকে।
ধারণা করা হচ্ছে, এ কারণেই জাকারবার্গের নিরাপত্তা ব্যয় চলতি বছরে এতটা বেড়েছে।
এদিকে ২০১৮ সালে ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গের পেছনে খরচ হয়েছে প্রায় ২৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। তবে ২০১৭ সালের তুলনায় তা ছিল কম। ওই বছর শেরিলের জন্য ২৫ দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএইচএস/এমএ