ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭৩ হাজারে আলট্রাবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১
৭৩ হাজারে আলট্রাবুক

অ্যাসার আস্পায়ার সিরিজের এসথ্রি আলট্রা বুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৩.৩ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ল্যাপটপের পাতলা গড়ন এর বিশেষ বৈশিষ্ট্য। ১৩ মিমি থিন। ওজনে ১.৩৫ কেজি। আরও আছে ইন্টেল কোরআই৫ প্রসেসর (১.৬০ গিগাহার্টজ, ৩ এমবি ক্যাস মেমোরি) সঙ্গে আছে ৪ জিবি ডিডিআর৩ র‌্যাম, ৩২০ জিবি সাটা হার্ডডিস্ক এবং ২০ জিবি সলিড স্টেট হার্ডডিস্ক।

এতে বৈশিষ্ট্যের মধ্যে আছে ইন্সট্যান্ড অন ফিচার, এটা মাত্র ১.৫ সেকেন্ডের মধ্যে কমপিউটার রিজুম করতে পারে। সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ ৬ ঘণ্টা।

এলইডি এবং এইচডি স্ক্রিন, ব্লুটুথ, কার্ড রিডার এবং ওয়েবক্যাম ছাড়াও আছে আরও অনেক কিছু। এ মুহূর্তে দাম ৭৩ হাজার ৮০০ টাকা। বিক্রয়োত্তর সেবা পুরো এক বছর। আছে অ্যাসার ব্র্যান্ডের ক্যারিং ব্যাগ। অনুসন্ধানে : ইটিএল। হ্যালো: ০১৯১৯ ২২২ ২২২।

বাংলাদেশ সময় ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।