রোববার (২৮ এপ্রিল) রাতে সংগঠনের পক্ষে বিআইজেএফের সাধারণ সম্পাদক হাসান জাকির নতুন এ সদস্যদের নামের তালিকা প্রকাশ করেন। এর ফলে আইসিটি খাতের সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা সংগঠনটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৫-এ।
এ বিষয়ে হাসান জাকির বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিআইজেএফ কার্যনির্বাহী কমিটি সংগঠনের বৃহত্তর স্বার্থে নতুন সদস্য নিতে কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ১৯ জনকে সদস্যপদ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে সংগঠনটিকে গতিশীল করতে আরও সদস্য নেওয়া হবে।
বিআইজেএফ পরিবারে যুক্ত হওয়া নতুন সদস্যের নামের তালিকায় রয়েছেন- আব্দুর রাজ্জাক সরকার (দৈনিক সমকাল), শামিম আহমেদ (বিডি নিউজ২৪), শাহজালাল রোহান (ম্যাংগো টিভি), সাজেদুর রহমান (দৈনিক নতুন সময়), এস এম ইমদাদুল হক (কম্পিউটার জগৎ), তামিম হাসান (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ মাফিজুল ইসলাম (৭১ টিভি), সোলায়মান হোসেন শাওন (বাংলানিউজ২৪), আইরিন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), মেহেদি হাসান (প্রথম আলো), মাহাবুব হোসেন শরিফ (ইত্তেফাক), নাহিদ হাসান (চ্যানেল ২৪), বকুল চন্দ্র রয় (বণিকবার্তা), রাকিবুল হাসান সজিব (প্রিয় ডটকম), শাহ পরান হক পরান (এশিয়ান এজ), আরিফুল ইসলাম আরমান (জাগো নিউজ), আসাদ্দুজ্জামান লিমন (ঢাকা টাইমস২৪), এস এম আলাউদ্দিন আল আজাদ আলিফ (সচিত্রমৈত্রি) ও সুমন চৌধুরী (বাংলাদেশ কন্ঠ)।
সংগঠনটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে হাসান জাকির আরও বলেন, শিগগির দ্বিতীয় দফায় আরও কিছু আইটি সাংবাদিকদের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা এপ্রিল ২৯, ২০১৯
এসএইসএস/ওএইচ/