ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যাত্রা শুরু করলো পিকমি ইন্টারসিটি সার্ভিস

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ৩, ২০১৯
যাত্রা শুরু করলো পিকমি ইন্টারসিটি সার্ভিস পিকমি ইন্টারসিটি সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা

ঢাকা: সাশ্রয়ী ভাড়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো পিকমি ইন্টারসিটি সার্ভিস। জীবনযাত্রার মান আরো নিরাপদ ও গতিশীল করতে বাংলাদেশি অন-ডিমান্ড রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান পিকমি রাজধানী ঢাকা থেকে চালু করেছে এই সেবা। 

বৃহস্পতিবার (২ মে) থেকে পিকমির ব্যবহারকারীরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন।  

রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর অথবা সাভার থেকে ঘুরে আসা যাবে পিকমির ইন্টারসিটি সার্ভিসের মাধ্যমে।

অন্য অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদানকারী অ্যাপগুলোর চেয়ে তুলনামূলক কম ভাড়ায় পাওয়া যাবে এই সেবা।  

নতুন এ সেবা জনসাধারণের যাত্রা আরো নিরাপদ, সাশ্রয়ী ও গতিশীল করবে বলে জানায় পিকমি কর্তৃপক্ষ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে ওমর আলী রাজ প্রতিষ্ঠিত অ্যাপভিত্তিক অন-ডিমান্ড রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান পিকমি। বর্তমানে এই অ্যাপটির মোটরবাইক ও কার রাইড শেয়ারিং সার্ভিস চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।