ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনে বড় বিনিয়োগ করবে মাইক্রোসফট

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
চীনে বড় বিনিয়োগ করবে মাইক্রোসফট

চীনে বড় অংকের বিনিয়োগের জন্য অংশীদার খুঁজছে মাইক্রোসফট। চীনের ইন্টারনেট সার্চ সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাইক্রোসফটের চীনভিত্তিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সিমন লাঙ্গ এ তথ্য প্রকাশ করেন।

মাইক্রোসফট চীনে ১০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানা গেছে। চীনে সফটওয়্যার উন্নয়ন, ক্লাউড কমপিউটিং এবং গেম শিল্পোন্নয়নে মাইক্রোসফট এ অর্থ ব্যয় করার পরিকল্পনা করছে। তবে ঠিক কখন এ বিনিয়োগ করা হবে তা সিমন লাঙ্গ নিশ্চিত করে জানায়নি। তাছাড়া কোন প্রতিষ্ঠানকে মাইক্রোসফট বিনিয়োগের জন্য নির্বাচন করছে তাও এ মুহূর্তে জানাতে নারাজ সিমন।

উল্লেখ্য, চীনে বিনেয়োগের পাশাপাশি চীন সরকারের কাছে এক্সবক্স গেম কনসোল বিপণনের অনুমোদন চেয়েছে মাইক্রোসফট।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।