ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুলশানে ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
গুলশানে ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে

ঢাকা: রাজধানীর বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি স্থানান্তরের কারণে গুলশানের ‘৯৮২’ সিরিজের দুই হাজার টেলিফোন লাইন সাময়িক বন্ধ থাকবে। 

বুধবার (১৯ জুন) বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে জানান, টেলিফোন এক্সচেঞ্জটি লেভেল-৮ থেকে লেভেল-৫ এ স্থানান্তরের জন্য ইউনিক কর্তৃপক্ষের অনুরোধে বৃহস্পতিবার (২০ জুন) মধ্যরাত থেকে স্থানান্তর শুরু হবে।
 
এ কারণে শাখা এক্সচেঞ্জের ‘৯৮২’ সিরিজের প্রায় দুই হাজার টেলিফোন সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে।

কাজ সমাপ্ত হওয়ার পর যথারীতি টেলিফোন লাইনগুলো সচল হবে।  
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।