ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে নগদ’র আকর্ষণীয় অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে নগদ’র আকর্ষণীয় অফার নগদ’র লোগো

ঢাকা: ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৯’ থেকে স্যামসাংয়ের মোবাইল কিনে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ’র মাধ্যমে মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে (৪-৬ জুলাই) প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্যামসাংয়ের মোবাইল কিনে নগদ’র মাধ্যমে মূল্য পরিশোধ করলে এ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের নগদ অ্যাকাউন্ট নেই তারা এক্সপোতে স্যামসাংয়ের প্যাভিলিয়নে নগদ’র প্রতিনিধিদের সাহায্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য আগ্রহীদেরকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।

নগদ ক্যাশব্যাকের বিস্তারিত স্যামসাংয়ের প্যাভিলিয়নে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।