ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে নকিয়ার এক্স২-০২

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১
আসছে নকিয়ার এক্স২-০২

নকিয়া তার ভক্তদের জন্য এবারে প্রকাশ করবে ডুয়্যাল সিমের এক্স২-০১ মডেলের মোবাইল। নতুন এই মোবাইলে বিশেষত মিউজিকপ্রেমীদের সুবিধার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নকিয়া।

এছাড়া দাম গ্রাহক ক্রয় মূল্যের সামর্থ্যের মধ্যে। নকিয়া এক্স২-০২ ঠিক সিবলিং এক্স১-০১ মডেলের অনুরুপ।

নকিয়া আশাবাদী এটি বদলযোগ্য এক্সটার্নাল ডুয়্যাল সিম স্লটের মোবাইল বলে ভক্তদের অভাবনীয় সাড়া পাবে। এর গঠনগত বৈশিষ্ট্যগুলো-দৈর্ঘ্য ৪.৪ ইঞ্চি, চওড়া ২ ইঞ্চি, পুরুত্ব ০.৬ ইঞ্চি এব‌‍ং ওজন ৯৩ গ্রাম । ২.২ ইঞ্চির পর্দায় ২৪০ বাই ৩২০ পিক্সেলের সমন্বয় করা হয়েছে এতে ব্যবহারকারীরা সাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। আছে ২ এমপি ক্যামেরা। উল্লেখ্য, আগের ৪০ সিরিজের এক্স১-০১ মডেল বর্তমানে ৩০ সিরিজের সঙ্গে পাল্লা দিচ্ছে ।

মিউজিক প্রেমীদের জন্য রাখা হয়েছে এমপিথ্রি প্লেয়ার, নির্দিষ্ট করে দেওয়া আছে মিউজিক কি এবং ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড স্লট। এছাড়া সামাজিক মাধ্যমের ভক্তদের মুগ্ধ করেত পণ্যটিতে সংযোজন হয়েছে ফেসবুক ও টুইটার। অন্যান্য ওয়েবসাইট পরিচালনায় আছে নকিয়া ব্রাউজার। নকিয়ার বিবরণুযায়ী এটি বিশাল পরিমানের ডাটা ৯০ শতাংশ পর্যন্ত সংকুচিত করতে পারবে।
সুত্র মতে এর দাম ৬০ ইউরো নির্ধারণ হতে পারে আর এটি রেড, সিলভার, ওরেঞ্জ, ভাইয়োলেট এবং ব্লু কালারের পাওয়া যাবে ফলে গ্রাহক পছন্দের সুবিধা থাকছে । অবশ্য নকিয়ার পক্ষ থেকে এক্স২-০২ বাজারে প্রবেশের দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।