বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে চেঞ্জ মেকার সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের উদ্যোগে ও ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজের সহায়তায় আয়োজিত ‘ক্যাম্পেইন টু স্টপ কিলার রোবট’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ তামজিদ উর রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে ভয়ংকর খেলা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
তিনি আরও বলেন, কাকে, কখন হত্যা করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে তা করা যাবে। যারা সেটি নিয়ন্ত্রণ করবে, তারা যাকে ইচ্ছে তাকেই হত্যা করতে পারবে।
সেমিনারে বক্তারা বলেন, আগামী দিনে রোবট হবে মানুষ হত্যার যন্ত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিজে নিজে যুদ্ধ পরিচালনার জায়গায় চলে গেছে। মানুষের সহায়তা ছাড়াই রোবট মানুষ হত্যা করতে পারবে। জাতিসংঘের মাধ্যমে আমরা তুলে ধরবো, যাতে এ ধরনের খেলা বন্ধ করা হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, আবুল কাশেম খান ও শাহেদুল আনাম খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
টিএম/এসএ