ট্রেন চলে যাওয়ার ঠিক ৩০ সেকেন্ড পর আবার সয়ংক্রিয়ভাবে বার উঠে গিয়ে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। হ্যাঁ, পাঠক।
ইন্টারনেট অব থিংস ও রোবোটিক্সের ওপর এমন ১৪টি উদ্ভাবনী প্রদর্শন করেছেন ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। হিউম্যান ইন্টারেক্টের ওপর নতুন উদ্ভাবনী প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ‘নন কন্টাক্ট ইলেকট্রিক টেস্টার’ ও ‘হাইড্রোলিক ট্রাফিক রিডিউস সিসটেম’ উদ্ভাবনীর জন্য যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে মহিপাল কলেজ ও ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের ১৬তম ব্যাচ।
সোমবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে এ এক্সপো অনুষ্ঠিত হয়। টেক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজসহ আয়োজক কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রভাষক বাহার উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের হতে পুরষ্কার ও সনদ তুলে দেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য সাইফুদ্দিন শাহ।
এ সময় তিনি বলেন, ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত এপ্রিল মাসে আমরা ইন্টারনেট অব থিকংস (আইওটি) ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালা আয়োজন করেছিলাম। তারই ফলশ্রুতিতে আমরা ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ টেক এক্সপোর আয়োজন করি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানসম্মত ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী চিন্তা বিকশিত হবে। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত রাখবে ফেনী ইউনিভার্সিটি (যোগ করেন তিনি)।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এসএইচডি/আরআইএস/