শুক্রবার (০৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রযুক্তির নতুন প্ল্যাটফর্ম ‘হারমনি ওএস’ উন্মোচন করে হুয়াওয়ে সংবাদমাধ্যমকে জানায়, এই নতুন সিস্টেম যেকোনো সময়ই চালু করা যাবে, যখনই ফোন বা অন্য কিছুতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কাজ করবে না।
কোম্পানিটি ঘোষণা দিয়ে বলেছে, নতুন এই অপারেটিং সিস্টেম বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যেতে পারে।
হুয়াওয়ের গ্রাহক সেবা বিভাগের প্রধান নির্বাহী (সিইও) রিচার্ড ইয়ু বলেছেন, নতুন এই অপারেটিং সিস্টেম আগামীর দিনগুলোর কথা চিন্তা করে বানানো হয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ ওএস হারমনি। আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ধীরে ধীরে অপারেটিং সিস্টেমটি ব্যবহার শুরু হবে বলে জানান তিনি।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি হুয়াওয়ে। যদিও কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়েছিল কোম্পানিটি। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে জারি করা ওই নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল। যদিও তাতে ‘কিচ্ছুই হয়নি’ কোম্পানিটির। তবে যখনই অ্যান্ড্রয়েডের সাপোর্ট তার কাঁধ থেকে নেমে গেলো, তখনই যেনো বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জাগলো হুমকির মুখে পড়তে যাচ্ছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
বাণিজ্যিক হিসেব মতে, আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসা চালিয়ে যেতে হলে নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম বানানো ছিল হুয়াওয়ের জন্য ‘বাধ্যতামূলক’। যে সংকটময় মুহূর্ত কেটেছে এবার হারমনির উত্থানে। যদিও জানা গেছে, ২০১২ সাল থেকেই নিজস্ব অপারেটিং সিস্টেম বানানোর কাজ করছিল জায়ান্টটি।
হুয়াওয়ের বিরুদ্ধে চীনের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি তথা তথ্যপাচার করার অভিযোগ এনেছেন ট্রাম্প। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে কোম্পানিটি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
টিএ