ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অব্যবহৃত ডেটা কাজে লাগাতে রবির ‘ফ্রিডম প্যাক’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
অব্যবহৃত ডেটা কাজে লাগাতে রবির ‘ফ্রিডম প্যাক’

ঢাকা: গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা কাজে লাগাতে ‘ফ্রিডম প্যাক’ নামে একটি অনন্য অফার এনেছে রবি। ফ্রিডম প্যাকের আওতায় ২৩ টাকা প্যাক রিচার্জ করে অব্যবহৃত ডেটা কাজে লাগানোর এ সুযোগ পাবেন গ্রাহকরা।

ফ্রিডম প্যাক অফারে আরও রয়েছে ৩১৬ টাকায় ২৮ দিন মেয়াদে ৪ জিবি, ১০৮ টাকায় ৭ দিন মেয়াদে ৩ জিবি এবং ৫৪ টাকায় ৩ দিন মেয়াদে ২ জিবি ডেটা উপভোগের সুযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এই তিন প্যাকেজের অব্যবহৃত ডেটা মাত্র ২৩ টাকা রিচার্জ করে আরও ৩ দিনের জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া অফারের আওতায় গ্রাহকরা ১ জিবি ডেটা এবং ২০৫ এমবি ৪.৫জি ডেটা পাবেন বোনাস হিসেবে। *৪# ডায়াল করে অফারটি উপভোগ করা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।