ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ ক্যাম্পেইন মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ ক্যাম্পেইন মঙ্গলবার ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ ক্যাম্পেইন

ঢাকা: ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ সেকশন ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ ক্যাম্পেইন আয়োজন করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) আইইইই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪-২৫ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

সারাবিশ্বের টেকনিক্যাল প্রফেশনালদের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আইইইই, যেখানে বিশ্বব্যাপী ১৬০টি দেশের ৪ লাখ ২৩ হাজার সদস্য রয়েছেন। ‘স্মার্ট সিটি ইনিসিয়েটিভস-বাংলাদেশ’- এর সাপোর্টিং পার্টনার আইইবি দেশের মর্যাদাপূর্ণ জাতীয় পেশাদার সংস্থা। আইইইই বাংলাদেশ সেকশনের গৃহীত ‘ক্যাম্পেইন ফর স্মার্ট সিটি ইন বাংলাদেশ’ উদ্যোগটি এ বছরের শুরু থেকেই চলমান। এ ক্যাম্পেইনের এবারের স্লোগান ‘স্মার্ট থিঙ্কিং অ্যান্ড স্মার্ট টেকনোলজি ফর এচিভিং এ স্মার্ট সিটি ফর বাংলাদেশ’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক এর ইসিই বিভাগের প্রফেসর ড. সাইফুর রহমান, ইতালির মিলানের ‘ইউনিভার্সিটি ডিগ্লিস্টাডি ডি মিলানো’ এর ইনফরমেটিক্স বিভাগের প্রফেসর ড. ভিনসেনজো পিয়েরো, আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি (পিইএস) গভর্নিং বোর্ডের মেম্বার এট লার্জ, আইইইই মেম্বার অ্যান্ড জিওগ্রাফিক একটি ভিটিজ বোর্ড মেম্বার এবং আইইইই স্মার্ট সিটিজ স্টিয়ারিং কমিটি মেম্বার ড. রামাকৃষ্ণ কাপ্পাগানতু, ইনফোসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-কাম-ইন্ডিয়া বিজনেস হেড সি এন রঘুপতি, এমডি পিআরডিসি এবং পিইএস ইন্ডিয়া কাউন্সিল চেয়ার ড. আর নাগরাজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানের কি’নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান এবং বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ ক্যাম্পেইনের রোডম্যাপ উপস্থাপন করবেন।

সারাদেশ থেকে আগত আইইইই বাংলাদেশ সেকশনের টিম প্রধানরা, অ্যাম্বেসেডাররা ও টিম-সদস্যরা স্মার্ট-সিটি ধারণার প্রধান দিকগুলো যেমন- ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ইনফরমেশন, কমিউনিকেশন, সিকিউরিটি, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রি ও হাউজিং এবং এনভায়রনমেন্টের উপর বিস্তারিত আলোচনা করবেন।

অন্যান্য অধিবেশনগুলোতে ৪০টির বেশি সরকারি-বেসরকারি সংগঠন, প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, সাবেক সচিব ও ইউএনডিপি’র এসডিজি বিষয়ক পরামর্শক এএসএম মাহবুবুল আলম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, ম্যাক্স গ্রুপের (পাওয়ার) সিইও আজাদুল হক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসাইন, রবির ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আল ইসলাম, বাংলাদেশে স্মার্ট সিটি বাস্তবায়নের বিষয়ে তাদের মত বিনিময় করবেন।

এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিংয়ের সিইও রবিউল আলম, সামিট-বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক এসএম নূর উদ্দিন, ক্রস-ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের সিওও হারুনুর রশিদ এবং জেনারেল ম্যানেজার এসসিএম মারুফ আহমেদ, এরিকসন (মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলংকা) এর হেড অব নেটওয়ার্ক সলিউশনস আবদুস সালাম, বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের আকাশ ডিটিএইচ এর হেড অব অ্যান্ড-টু-অ্যান্ড সার্ভিস ইন্সুরেন্সের এখলাস উদ্দিন আহমেদ, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. তানভির আহমেদ, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স ডিভিশনের ডেপুটি ডিরেক্টর শামসুজ্জোহা, পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রফেসর সাব্বির মোস্তফা খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার হেড অব নিউজ মুন্নী সাহা, ডেসকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রকিউরমেন্ট) একেএম মোস্তফা কামাল, পিজিসিবির চিফ ইঞ্জিনিয়ার বজলুল মুনীর আমন্ত্রিত বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯ 
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।