শনিবার (৫ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সইয়ের বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, ইজেনারেশন ও হাইবার ইন্ডিয়া চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিতে প্রয়োজনীয় গবেষণা ও দক্ষতা উন্নয়নের জন্য বিনিয়োগকালীন উভয় দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় করবে।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান এবং হাইবার টেকনোক্র্যাট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাঙ্গেশ ওয়াদাজে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএইচএস/এইচএডি