ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১
ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ডের নিবন্ধন শুরু

এবারও ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করছে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। বেসিস সূত্র এ তথ্য জানিয়েছে।



যারা নিজস্ব মেধা এবং দক্ষতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার সঙ্গে বৈদেশিক মুর্দ্রা অর্জনে সহায়তা করছে এবং তরুণদের মাঝে প্রেরণা যোগাচ্ছে তাদের সম্মাননা দেওয়াই এ অ্যাওয়ার্ডের উদ্দেশ্য।

আগামী ২৬ ফেব্রুয়ারি গ্রান্ড অ্যাওয়ার্ড নাইটের মাধ্যমে দশ জন ফ্রিল্যান্সারকে এ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও বেসিসের ওয়েবসাইটে নাম প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিবন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে।

গত বছর বেসিসের উদ্যোগে প্রথমবার ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড শুরু হয়। পরবর্তীতে ফ্রিল্যান্সারদের মধ্যে এ অ্যাওয়ার্ড জনপ্রিয় হয়ে ওঠে। আগ্রহীরা (www.softexpo.com.bd) এ সাইটে তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।